জেলা

সিবিআই আধিকারিকদের শাস্তির দাবিতে পথ অবরোধ লালন শেখের পরিবারের

শাস্তির দাবিতে লালনের পরিবার এবং গ্রামবাসী অবরোধ করেছে বগটুই মোড়। মৃত লালন শেখের স্ত্রী ও পরিবারের লোকজন আভিযোগ করেছে সিবিআই তাকে মেরে ফেলেছে। তারপর আত্মহত্যা প্রমাণ করতে বাথরুমের মধ্যে মৃতদেহ ঝুলিয়ে দিয়েছে। মৃতের স্ত্রী এবং দিদির দাবি, ‘দায়িত্বপ্রাপ্ত সিবিআই আধিকারিকদের শাস্তি চাই’। সিবিআই আধিকারিকরা পুলিশের কাছে দাবি করেছেন, আত্মহত্যা করেছেন লালন। তবে মৃতের স্ত্রী এবং দিদির অভিযোগ, বেধড়ক মারধর করা হয়েছিল লালনকে তারপর খুন করা হয়েছে। স্ত্রীর দাবি, মারা হয়েছে তাঁকেও। লালনের অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই তাঁর পরিবার এবং পরিজনরা অবরোধ করেছেন বগটুই মোড়। সূত্রের খবর, খুনের অভিযোগ তুলে সিবিআইয়ের বিরুদ্ধে আদালতের স্বারস্থ  হতে চলছে মৃতের পরিবার।  এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে বাথরুমের মধ্যে ঝুলন্ত লালন  শেখের পা মাটিতে ছুয়ে ছিল ।