কলকাতা

৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ইডির দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা

চার ঘন্টা পর সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। এদিন টানা চার ঘন্টা ধরে অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ রুজিরা বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বেরোন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের প্রেক্ষিতে বৃহস্পতিবার সলটলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেক পত্নীকে তলব করা নিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলব না। ও প্রাপ্তবয়স্ক। এ প্রসঙ্গে যা বলার ও নিজেই বলবে।’ উল্লেখ্য সোমবার কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতরের কর্মীরা রুজিরাকে বাধা দিয়েছিল।

banganews.net