ইউক্রেনের সঙ্গে এখনও যুদ্ধ জারি রেখেছে রাশিয়া। তারই মধ্যে ভারত সফরের কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে জি-২০ সামিটে যোগ দিতে আসছেন তিনি। দিল্লিতে সেপ্টেম্বর মাসে পা রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এমনই জানিয়েছেন তাঁর মুখপাত্র। তবে এখনও সরকারি ভাবে কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র। তিনি বলেছেন যখন সফরসূচি চূড়ান্ত হয়ে যাবে তখন জানিয়ে দেওয়া হবে সরকারিভাবে। তবে রাশিয়ার সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতায় আমেরিকা অসন্তুষ্ট হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।