বিনোদন

দুর্ঘটনার কবলে ‘বচপন কা পেয়ার’ খ্যাত সহদেব

দুর্ঘটনার কবলে ‘বচপন কা পেয়ার’ খ্যাত সহদেব দির্দো। জগদলপুর মেডিক্যাল কলেজে ভর্তি সে। ‘বচপন কা পেয়ার’ গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছিল ছত্তিশগড়ের ছোট্ট স্কুলছাত্র। নেটিজেন থেকে শুরু করে থেকে বলিউড তারকারা এই গানের তালে পা মেলান। সুকমার বাসিন্দা সহদেব রাতারাতি তারকা বনে যান। সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যার সহদেব তার বন্ধুর সঙ্গে বাইকে শবরীনগর যাচ্ছিল। বাইকটি আচমকা নিয়ন্ত্রণ হারায়। এই দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পায় সহদেব। চারটি সেলাইও পড়ে। সহদেবকে দেখতে হাসপাতালে যান এসপি সুনীল শর্মা এবং কালেক্টর বিনীত নন্দনওয়ার। কালেক্টর ডাক্তারদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন। চিকিৎদের পরামর্শে পরে সহদেবকে জগদলপুরে রেফার করা হয়।