বিনোদন

ঘোষণা সত্ত্বেও প্রকাশ্যে এলো না সলমনের ‘সিকন্দর’-এর পোস্টার!

প্রিয় তারকার জন্মদিনে তাঁর অনুরাগীরা হতাশ। ২৭ ডিসেম্বর শুক্রবার সলমন খানের জন্মদিন। বিশেষ দিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার আসার কথা ছিল। কিন্তু তা হল না। ‘সিকন্দর’ নিয়ে বড় ঘোষণা করলেম সলমন খান। পোস্টারের প্রথম ঝলকে সলমনকে দেখা যাচ্ছে সাইড লুকে। ব্যাকব্রাশ করা চুলে নজরকাড়া চাপদাড়ি। স্যুট প্রা নায়কের হাতে ধারালো অস্ত্র। ছবিতে আরও দেখা যাচ্ছে, আলো আঁধারিতে জমাট বাঁধা কুয়াশা ও শুকনো পাতায় ঢাকা এক রহস্যময় জায়গায় দাঁড়িয়ে খান ভাই। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশের পর সলমন ভাই লেখেন, শুক্রবার সকালে মুক্তি পাবে ‘সিকন্দর’-এর টিজার।  কিন্তু বৃহস্পতিবার রাতে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আগামী সাত দিন দেশে জাতীয় শোক পালিত হবে। এই আবহে তাই শুক্রবার নির্মাতারা ‘সিকন্দর’ ছবির টিজার প্রকাশ করেননি।