সম্ভলের জামা মসজিদে সমীক্ষার পক্ষে এখনই কোনও রায় নয় ৷ শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ মসজিদে সমীক্ষার বিরুদ্ধে উত্তরপ্রদেশ হাইকোর্টে মামলা করেছে মসজিদ কমিটি ৷ উচ্চ আদালতে সেই মামলা যতক্ষণ না গ্রাহ্য করা হচ্ছে, ততক্ষণ নিম্ন আদালত এই প্রসঙ্গে কোনও রায় দিতে পারবে না ৷ এমনটাই জানিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ৷ এই মুহূর্তে এলাকায় শান্তি বজায় রাখা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে জানায় আদালত ৷ আগামী 6 জানুয়ারি পর্যন্ত মসজিদ চত্বরে কোনও সমীক্ষার কাজ হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত । সেই সঙ্গে, দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী 3 দিনের মধ্য়ে মসজিদ কমিটিকে এই বিষয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানাতে হবে ৷ পাশাপাশি, সমীক্ষার কাজ মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । প্রসঙ্গত, সম্ভলের স্থানীয় আদালতে একটি মামলায় দাবি করা হয়, সেখানকার শাহি মসজিদ মুঘল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল । গত 19 নভেম্বর মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই নিম্ন আদালতের বিচারক আদিত্য গোস্বামী কমিশনার নিয়োগ করে মসজিদে সেই দিনই সমীক্ষার নির্দেশ দেন । আদালতের নির্দেশে প্রথমদিন সমীক্ষার কাজ সম্পন্ন হয় ৷ কিন্তু গত 24 নভেম্বর দ্বিতীয় বার সমীক্ষার সময়ে উত্তেজনা ছড়ায় । ঘটনায় 6 জনের মৃত্যু হয় । পুলিশের গুলিতেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ । পুলিশ এখনও পর্যন্ত 25 জনকে গ্রেফতার করেছে ৷ 7টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ এই ঘটনায় 2 হাজার 750 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷