দেশ

বিতর্কিত এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে বদলি করা হল চেন্নাইয়ে ডিজি ট্যাক্সপেয়ার সার্ভিসে

বদলি করা হল বিতর্কিত এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকে ৷ সোমবার তাঁকে চেন্নাইয়ে ডিজি ট্যাক্সপেয়ার সার্ভিস ডিরেক্টোরেট-এ স্থানান্তরিত করা হয়েছে, জানিয়েছে সরকারি সূত্র ৷ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রধান হিসেবে তিনি বহু মানুষকে গ্রেফতার করেছেন ৷ বাদ যায়নি বলি-তারকারা ৷ গত বছর অক্টোবরে ক্রুজ শিপে তল্লাশি অভিযান চালিয়ে মাদক রাখার অভিযোগে শাহরুখ পুত্র আরিয়ান খান-সহ আরও অনেককে গ্রেফতার করেন তিনি ৷ সম্প্রতি এনসিবি ক্রুজ শিপ ড্রাগ মামলার চার্জশিট পেশ করে ৷ ক্লিন চিট পান আরিয়ান খান ৷ এদিকে কেন্দ্রীয় ড্রাগ তদন্তকারী সংস্থার গঠিত সিটের দাবি, ওয়াংখেড়ের যে তদন্ত করেছে, তাতে ত্রুটি ছিল ।