গতকাল নন্দীগ্রামের রানিচকে একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে বেরনোর সময় দুষ্কৃতীদের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাঁ পায়ের সঙ্গে মাথা এবং কপালেও চোট লাগে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভিড়ের মধ্যে তাঁকে চার-পাঁচ জন ধাক্কা দেয়। ষড়ষন্ত্রেরও অভিযোগ তোলেন তিনি। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। মমতা নিজেও অভিযোগ করেছেন, ঘটনার সময় কোনও পুলিশকর্মী বা জেলার পুলিশ সুপার কেউই ছিলেন না। অনেকেই মনে করছেন প্রধান বিরোধী দল বিজেপিই এই ঘটনার সাথে যুক্ত। এই ভাবনা কি সত্যি হল? সম্প্রতি সৌমিত্র খাঁর একটি টুইট ভাইরাল হয়েছে। যেখানে কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র সাথে এক টুইটার সংলাপে তিনি বলছেন, ‘তৃণমূল ১০ মার্চ বিকেল পাঁচটার পরে এর জবাব পাবে’। মুখ্যমন্ত্রীর সাথে ঘটনাটি ওই সময়েই ঘটে। এ থেকে এটা পরিষ্কার যে মুখ্যমন্ত্রীর সাথে হওয়া ঘটনা আকস্মিক নয়? তবে কি ঘ টনাটি পূর্ব পরিকল্পিত ছিল? আর এতে কি বিজেপির হাত রয়েছে? উঠছে প্রশ্ন!