পথ দুর্ঘটনার কবলে রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কনভয় । কাঁকসার রাজবাঁধের ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে । বৃহস্পতিবার সকালে সায়ন্তিকা নিজের গাড়িতে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছিলেন। সেই সময়ে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায়, দুই নম্বর জাতীয় সড়কের উপর রাজবাঁধের ওভারব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। টোলগেটের কাছেই একটি ১২ চাকার লরি গাড়িটির গায়ে ধাক্কা মেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ করে গাড়িটিকে। গাড়ির গতি বেশি না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। যে লরিটি ধাক্কা মেরেছে সেই লরি এবং তার চালককে আটক করেছে পুলিস। সুস্থ আছেন অভিনেত্রী। সামান্য চোট পেয়েছেন।