দেশ

সেনার পোশাকে স্টেট ব্যাংককে ঢুকে তাণ্ডব, ম্যানেজার-কর্মীদের চেয়ারে বেঁধে লুট ৫৮ কেজি সোনা-নগদও

ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। কর্নাটকের বিজয়পুরা জেলার চাদাচান শহরে এসবিআই-এর একটি শাখা থেকে ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা লুট করে পালিয়েছে ডাকাত দল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ভারতে হওয়া অন্যতম বৃহৎ ব্যাঙ্ক ডাকাতির ঘটনা বলে ধরা হচ্ছে এই ঘটনাকে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সেনা জওয়ানদের মতো পোশাকে পরে ও মুখে মাস্ক লাগিয়ে ব্যাঙ্কে ঢোকে তিন ডাকাত। অভিযোগ, বন্দুক উঁচিয়ে ব্যাঙ্কের ম্যানেজার ও কর্মীদের উপর চড়াও হয় তারা। মারতে মারতে কয়েকজনকে টয়লেটে ঢুকিয়ে বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। কয়েকজন কর্মী ও গ্রাহককে চেয়ারে বেঁধে লুটপাট শুরু করে তারা। বিপদঘণ্টি বাজানোরও সুযোগ পাননি কেউ। ব্যাঙ্ক ম্যানেজারকে পিস্তল দেখিয়ে ভল্ট খুলতে বাধ্য করেন তারা। দ্রুত সমস্ত নগদ টাকা ও ব্যাঙ্কে থাকা গ্রাহকদের সোনার অলঙ্কার ব্যাগে ঢুকিয়ে চম্পট দেয় ডাকাতরা। মাত্র কয়েক মিনিটের মধ্যে লুটপাট সেরে পালায় ডাকাতরা। পুলিশ সূত্রে খবর, যে গাড়িতে ডাকাতরা পালিয়েছিল সেটি মহারাষ্ট্রের পন্ধরপুরে পাওয়া গিয়েছে। পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছিল ডাকাতদের গাড়ি। ডাকাতদের খোঁজে যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছে কর্নাটক এবং মহারাষ্ট্র পুলিশ। রাস্তার সমস্ত সিসিটিভি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।