দেশ

আগামীকাল বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিমকোর্টে শুনানি

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর দায়ের করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট করাতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। সেই মামলার শুনানি আগামিকাল অর্থাৎ মঙ্গলবার হতে চলেছে বলে এদিন অর্থাৎ সোমবার জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। এই মামলার দিকেই তাকিয়ে রয়েছে বিরোধীরা। একইসঙ্গে এই মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে রাজ্যের নির্বাচনী কমিশনার রাজীব সিনহার অভিমত। তিনি কেন্দ্রীয় বাহিনী চাইলে পাবেন। না চাইলে আদালত কী করবে সেটাই এখন দেখার। তবে নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক সংস্থা তাই শীর্ষ আদালত কমিশনের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ নাও দিতে পারে। এদিন অবশ্য সুপ্রিম কোর্টে মামলা দাখিলের সময় রাজ্য নির্বাচন কমিশনের তরফে আদালতে জানানো হয় ভোটের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ তাদের নয়। শীর্ষ আদালতকে কমিশন বলে, ‘কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়। পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য।’ পরে রাজ্যের তরফেও এই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত বৃহস্পতিবার ওই রায় ঘোষণার পর কলকাতা হাই কোর্ট বলেছিল,। ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য কেন্দ্রীয় বাহিনী আনানোর ব্যবস্থা পাকা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। বাহিনী চেয়ে আবেদন করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এম এম সুন্দরেশের ডিভিশন বেঞ্চে এদিন মামলাটি ওঠে। সেখানেই কমিশনের আবেদনের ভিত্তিতে এদিন শীর্ষ আদালত জানিয়েছে, ‘৪৮ ঘণ্টার পরিবর্তে বেশি সময় লাগলে হাইকোর্টে গিয়ে বলুন। সেখানে সময় চান।’ কিন্তু কমিশন নিরাপত্তা নিয়ে তাদের এক্তিয়ারের বিষয়টি নিয়ে পাল্টা যুক্তি দেয় সুপ্রিম কোর্টে।