শিয়ালদহে দুটি লোকাল ট্রেনের সংঘর্ষ। যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও হতাহতের খবর নেই। কারশেডে ঢোকার সময় আপ রানাঘাট লোকালের সঙ্গে আরেকটি ফাঁকা ট্রেনের ঘষা খেয়ে বিপত্তি। পাশাপাশি লাইনে দুই ট্রেনের একটি লাইনচ্যুত হয়ে যায়। বুধবার দুপুরে শিয়ালদহে কারশেডের কাছে লোকাল লাইনচ্যুত হওয়ায় ব্যাহত ট্রেন চলাচল। কী কারণে শিয়ালদহে দুর্ঘটনা হল তা খতিয়ে দেখছে রেল। খুব তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। আপাতত আপ লাইনে ব্যহত ট্রেন চলাচল।