বিদেশ

দেনার দায়ে কুয়ালালামপুরে বাজেয়াপ্ত পাকিস্তানি বিমান ৫দিন পরে ফিরল ইসলামাবাদে

 অবশেষে পাঁচদিন পরে কুয়ালালামপুর বিমানবন্দরে বাজেয়াপ্ত হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি ইসলামাবাদে পৌঁছেছে। মালয়েশিয়ার আদালত পূর্বতন নির্দেশ প্রত্যাহার করার পরেই বাজেয়াপ্ত বিমানটি শনিবার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রওনা হয়ে ইসলামাবাদে পৌঁছায়। ইজারা সংস্থার পাওনা ৪৫ লক্ষ ডলার পরিশোধ না করায় মালয়েশিয়ার এক আদালত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানকে গত মঙ্গলবার কুয়ালালামপুর বিমানবন্দরে বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করার সময়ে বিমানটিতে শতাধিক যাত্রী ও বিমান কর্মী ছিলেন। ওই যাত্রীদের অন্য একটি বিমানে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। দেনা পরিশোধ করতে না পারার দায়ে বিদেশের মাটিতেবিমান বাজেয়াপ্তের ঘটনায় যথেষ্টই বিড়ম্বনায় পড়ে পাকিস্তান সরকার। মঙ্গলবার যে বিমানটিকে বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই বিমানটিকে ২০২১ সালেও একই কারণে বাজেয়াপ্ত করা হয়েছিল। তখন পাকিস্তান সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, বকেয়া পাওনা শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। কিন্তু দুই বছর কেটে গেলেও বকেয়া ৪৫ লক্ষ ডলার না মেটানোয় মালয়েশিয়া আদালতে ফের মামলা রুজু করে বিমান ইজারা দেওয়া সংস্থা। যার জেরেই ফের একবার বিমানটি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারক। বাজেয়াপ্ত বিমান ছাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থা। রবিবার পিআইএ’র মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান জানিয়েছেন, গত শুক্রবার মালয়েশিয়া আদালত আগের সিদ্ধান্ত বাতিল করে দেয়। তার পরেই শনিবার বাজেয়াপ্ত বিমানটি কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ইসলামাবাদে ফিরে আসে।