জলের তলায় হাওড়া ও হুগলির গ্রামীণের বিস্তীর্ণ এলাকা। ডিভিসির ছাড়া জলে ও অতিবৃষ্টির জন্য প্লাবিত হয়েছে আমতা ও উদয়নারায়ণপুরের একাধিক জায়গা। যার মধ্যে শোচনীয় অবস্থা খানাকুল এবং আমতা’র ভাটোরা দ্বীপাঞ্চল। বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে আমতা ২ নং ব্লকে। রূপনারায়ণ ও মুন্ডেশ্বরীর জলে প্লাবিত ভাটোরা ঘোড়াবেড়িয়া চিত্নান। জেলার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই দীপাঞ্চল। ইতিমধ্যে ব্লকের ৫ টি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ জলের তলায়। লোয়ার রামপুর খালের জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। প্রশাসনের আশঙ্কা নদীতে যেভাবে জল বাড়ছে তাতে গাজীপুর, তাজপুর, নওপাড়া গ্রাম পঞ্চায়েত প্লাবিত হতে পারে। অন্যদিকে আপার রামপুর খালের বাঁধের অবস্থা খারাপ। এই বাঁধ ভাঙলে ঝিখিরা, ঝামটিয়া ও কাশমূলী গ্রাম পঞ্চায়েত প্লাবিত হবে। অর্থাত্ গত সপ্তাহের নিম্নচাপে এমনিতেই শোচনীয় অবস্থা একাধিক গ্রামে।