অগ্নিকাণ্ড থেকে বাঁচতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল তিন জনের ৷ মঙ্গলবার সকালে দিল্লির দ্বারকা সেক্টর ১৩-এর ‘শব্দ অ্যাপার্টমেন্ট’-এর সপ্তম তলে ভয়াবহ আগুন লাগে ৷ আগুন থেকে বাঁচতে এক নাবালক ও এক নাবালিকা সপ্তম তল থেকে নীচে ঝাঁপিয়ে পড়েন ৷ পরে তাঁর বাবাও ঝাঁপ দেন ৷ তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় ৷ এদিকে সপ্তম তল থেকে আগুন উপরের তলগুলিতে ছড়িয়ে পড়ে ৷ দিল্লির দমকলবাহিনী সূত্রে খবর, প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন ৷ পরে আরও ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ ২-৩ জন এখনও আটকে আছে বলে খবর ৷ আগুন নেভানোর কাজ চলছে ৷ সকাল দশটা নাগাদ দমকলের কাছে আগুন লাগার খবর যায় ৷ এই বহুতল ভবনে আরও অনেক ফ্ল্যাট রয়েছে ৷ আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ সবাই প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে ৷ ওই অ্য়াপার্টমেন্টে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কাজ শুরু করে দমকল বিভাগ এবং দিল্লি পুলিশের একটি যৌথ দল ৷ মনে করা হচ্ছে, শট সার্কিট থেকে আগুন লেগেছে ৷ ঠিক কী করে আগুন, তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে ৷
