কলকাতা

নবম-দশমে আরও ১৫৭ জনের চাকরির সুপারিশ পত্র বাতিলের নির্দেশিকা

অবৈধ নিয়োগের মামলায় চাকরি-বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবার আরও ১৫৭ জনের  চাকরির সুপারিশ পত্র বাতিল করার নির্দেশিকা দিল এসএসসি।  চাকরি গেল নবম-দশমের আরও ১৫৭ জন শিক্ষকের। স্কুল সার্ভিস কমিশন  বিজ্ঞপ্তি দিয়ে ১৫৭ জনের সুপারিশপত্র বাতিল করল। প্রসঙ্গত, ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। কমিশন জানায়, ৯৫২ জনের বিরুদ্ধে ওএমআর শিট বিকৃতি করে বেনিয়মে চাকরি দেওয়া হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদ জানায়, এই ৯৫২ জনের মধ্যে ৮০৫ জন চাকরি করছেন। এরপরই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই ৮০৫ জন ‘অযোগ্য’ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। বেতন বন্ধ করতে বলেন। এরপর ধাপে ধাপে ৮০৫ জনের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হয়। প্রথম ধাপে ৬১৮ জনের তালিকা প্রকাশ করে সুপারিশপত্র বাতিল করেছিল কমিশন। দ্বিতীয় ধাপে আরও ১৫৭ জনের জন্য একই পদক্ষেপ করা হল।