অবশেষে সামনে এল এই বহু প্রতিক্ষিত ছবির ট্রেলার ৷ ট্রেলারেও একই ঘটনার ছোট ছোট ঝলক ফুটিয়ে তুলেছেন পরিচালক ৷ যে দেশ এত ক্রিকেট পাগল, সেখানে মহিলা ক্রিকেট কীভাবে পর্দার আড়ালেই রয়ে গিয়েছিল মিতালিদের আসার আগে পর্যন্ত তারই নানান মুহূর্ত তুলে ধরে এই ছবি ৷ এক জায়গায় এও দেখানো হয় যে ছেলেদের পুরোনো জার্সিই বরাদ্দ হয়েছে মেয়েদের জন্য ৷ আর তা নিয়ে কথা বলতে গেলেও শুনতে হয়েছে কটাক্ষ ৷ দু’মিনিটের ট্রেলারের শুরু মিতালীর ছোটবেলার গল্প দিয়ে । তাঁর অনুশীলন, দৃঢ়চেতা মনের ঝলকই ফুটে উঠেছে এই ট্রেলারে ৷ তাপসী পান্নু এবং সৃজিত মুখোপাধ্য়ায় জুটির নতুন প্রজেক্ট ‘সাবাশ মিঠু’ নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে চর্চা চলছে অনেকদিন ধরেই ৷ এই স্পোর্টস ড্রামায় তুলে ধরা হয়েছে সদ্য অবসর নেওয়া ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজের জীবনের গল্প ৷ ব্যাট হাতে যেভাবে বছরের পর বছর বাইশ-গজ শাসন করেছেন এই ব্যাটার, তেমনই মাঠের বাইরেও লড়াইটাও কম ছিল না ৷