বিনোদন

১৮ লক্ষ টাকার ঘড়ি, মুম্বই বিমান বন্দরে আটক শাহরুখ খান! দিতে হল শুল্ক বাবদ ৬.৮৩ লক্ষ টাকার জরিমানা

আন্তর্জাতিক বইমেলায় বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পথেই বিপাকে বলিউড বাদশা শাহরুখ খান। সূত্রের খবর, শাহরুখ ও তাঁর সঙ্গীদের কাছে একাধিক বহুমূল্য ঘড়ির খাপ পাওয়া যায়। সবমিলিয়ে যার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। শুক্রবার বেশি রাতে ব্যক্তিগত বিমানে দুবাই থেকে মুম্বই ফেরেন অভিনেতা। তখনই তাঁকে আটক করেন শুল্কদপ্তরের আধিকারিকরা। এক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দর সূত্রে খবর, আধিকারিকদের সঙ্গে সবরকম সহযোগিতা করেন বলিউডের বাদশা। শুল্ক বাবদ ৬.৮৩ লক্ষ টাকা দেন। তাই খুব তাড়াতাড়ি মুক্তিও পেয়ে যান। শাহরুখের সঙ্গে তাঁর ম্যানেজার পূজা দাদলানিকেও ছেড়ে দেওয়া হয়। এবিষয়ে বলিউড তারকার কোনও প্রতিক্রিয়া মেলেনি। ছাড়া পাওয়ার পর সটান গাড়িতে উঠে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। কিং খানকে মুক্তি দিলেও দেহরক্ষী সহ টিমের অন্যান্য সদস্যদের শনিবার সকাল পর্যন্ত আটকে রাখা হয়। ঘড়ি নিয়ে জিজ্ঞাসাবাদের কারণেই তাঁদের আটক করা হয়েছিল। শুক্রবার ব্যক্তিগত বিমানে শারজা বইমেলায় গিয়েছিলেন শাহরুখ। আন্তর্জাতিক চলচ্চিত্র ও সংস্কৃতিতে অবদানের জন্য সম্মানিত হন তিনি। নিয়ম মোতাবেক মুম্বই বিমানবন্দরে অবতরণের পর শাহরুখ ও তাঁর টিমের সদস্যদের ব্যাগ খতিয়ে দেখেন শুল্কদপ্তরের আধিকারিকরা। সেখানেই প্রায় ছ’টি বহুমূল্য ঘড়ির খালি বাক্স দেখতে পান তাঁরা। 
তবে এই প্রথম নয়। অতীতেও একাধিকবার বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে শাহরুখকে। আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে এর জেরে বহুবার সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। ২০১৬ সালে লস এঞ্জেলস বিমানবন্দরে অভিবাসী দপ্তরের আধিকারিকদের হাতে আটক হন শাহরুখ। এছাড়াও ২০১২ ও ২০০৯ সালে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে একই ঘটনা ঘটে। তবে অন্য একটি সূত্রের দাবি শাহরুখ ও তাঁর ম্যানেজার পূজা দাদলানিকে ছেড়ে দেওয়া হলেও আটকে রাথা হয়েছিল তাঁর দেহরক্ষীকে। জানা যায় যে, শাহরুখকে নয়, আটক করা হয়েছিল তাঁর বডিগার্ড ববি সিংকে। শনিবার শারজাহ থেকে ফেরার সময় মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের আধিকারিকরা আটকায় শাহরুখের দেহরক্ষীকে। সেখানে তাঁর ব্যাগ থেকে দুটো ঘড়ি ও চারটি ঘড়ির বাক্স উদ্ধার হয়, যার মূল্য ১৮ লক্ষ টাকা। তখন তাঁকে জিগ্গেস করা হয় যে, তিনি এই জিনিসগুলোর কর দেবেন নাকি? না হলে শুল্ক দফতর তা বাজেয়াপ্ত করবে। তখনই সেই টাকা দিতে রাজি হয়ে যান শাহরুখ। ৬.৮৩ লক্ষ টাকা কর দেওয়ার পরেই বিমানবন্দর থেকে ছেড়ে দেওয়া হয় ববি সিংকে। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছে শুল্ক বিভাগের এক আধিকারিক। তিনি বলেন, মুম্বই বিমানবন্দরে শাহরুখ খানকে আটকানোর খবর যেভাবে প্রকাশিত হয়েছে তা একেবারেই সত্যি নয়। এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে অভিনেতার দেহরক্ষী রবি সিংহকে আটকানো হয়েছিল। কারণ সে শুল্ক দফতরের নিয়ম ভেঙেছেন। এরপর শুল্ক দফতরের প্রাপ্য টাকা দেওয়ার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। কোন কারণেই শাহরুখ খানকে আটকানো হয়নি।