বিনোদন

আম্বানিদের পার্টিতে গলায় সাপ ঝুলিয়ে দাঁড়িয়ে শাহরুখ, ভাইরাল ভিডিও

আম্বানিদের পার্টিতে গলায়, হাতে সাপ ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান। বলিউড বাদশার এমন কাণ্ড দেখে বেজায় অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা। নেটপাড়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, আম্বানি পুত্র অনন্ত আম্বানি নিজের হাতে একটি বিদেশী সাপ তুলে দিচ্ছেন অভিনেতার হাতে। সেখানে উপস্থিত হয়েছেন অনন্তের বাগদত্তা রাধিকাও । পিছন থেকে অপর এক ব্যক্তি শাহরুখের গলায় ঝুলিয়ে দিলেন আরও এক সাপ। এই দৃশ্য কল্পনা করলেই গা শিউরে ওঠার জো। আর তা প্রত্যক্ষ করছেন স্বয়ং কিং খান। শাহরুখ খানের এক ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। পরনে কালো শার্ট। মাথায় ঝাঁকড়া চুল আর চোখে কাল চশমা।