বিনোদন

চেন্নাইয়ে স্টেজ কাঁপালেন ‘জওয়ান’

শাহরুখ আগেই এমনটা লিখে জানিয়েছিলেন। চেন্নাইতে আসছেন। তিনি আসবেন মানে মঞ্চ মাতবে। হলও তাই। শাহরুখ খান চেন্নাইতে লিও মুথু ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছলেন, হাজার হাজার হৃদয় জয় করে, ফিরেও গেলেন। বলিউডের বাদশার জওয়ান ছবির জন্য অপেক্ষা করছেন তাঁর সব ভক্তরা। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। এমন পরিস্থিতিতে বুধবার চেন্নাইয়ে জমকালো প্রি-রিলিজ অনুষ্ঠানের আয়োজন করেন শাহরুখ। অনুষ্ঠানে শাহরুখের হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন। যখনই কিং খান কোনো জমায়েতে অংশ নেন, তিনি তাতে আলাদা রঙ যোগ করেন। এই অনুষ্ঠানেও তেমনই কিছু ঘটল। অনুষ্ঠানে শাহরুখ খান প্রচণ্ড নাচলেন। তাঁর এনার্জি দেখে অনেকেই অবাক। শাহরুখের নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটি ভিডিওতে শাহরুখকে মঞ্চে দৌড়তে দেখা যাচ্ছে। আরেক ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে তিনি জওয়ানের জিন্দা বান্দা গানের তামিল সংস্করণে প্রচণ্ড নাচছেন। অনুষ্ঠানের আয়োজকদেরও তাঁর সঙ্গে নাচতে দেখা যায়।  পরিচালক অ্যাটলি, দক্ষিণ সুপারস্টার বিজয় সেতুপতি, সুনীল গ্রোভারের মতো তারকারাও শাহরুখের সঙ্গে অংশ নেন। চেন্নাইয়ের পর বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাইতেও একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে শাহরুখ বুর্জ খলিফায় জওয়ানের প্রি-লঞ্চ উদযাপন করবেন। কিং খানের ভক্তরা বহুদিন ধরে অপেক্ষা করছেন। তবে এ বছরের বহুল প্রতীক্ষিত ছবিটি মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর।