প্রকাশ্যে ‘শয়তান’-এর ট্রেলার। শয়তান-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই, তা নিয়ে দর্শকদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। অজয় দেবগণ , আর মাধবন এবং জ্যোতিকা অভিনীত এই ছবি মুক্তি পাবে ৮ মার্চ। ট্রেলারেই সকলকে চমকে দিয়েছেন আর মাধবনকে। এর আগে এমন রূপে মাধবনের দেখা মেলেনি। সেই সঙ্গে রয়েছেন অজয় দেবগণ এবং জ্যোতিকা।