বিনোদন

Shilpa Shirodkar Tests COVID Positive : ফের মহামারী আতঙ্ক! করোনায় আক্রান্ত অভিনেত্রী শিল্পা শিরোদকর

অভিনেত্রী নম্রতা শিরোদকর তাঁর বোন, দক্ষিণী তারকা মহেশ বাবু তাঁর ভগ্নিপতি। তিনি, শিল্পা শিরোদকর। অক্ষয় কুমার, গোবিন্দ, চাঙ্কি পাণ্ডে, সুনীল শেট্টির সঙ্গে একসময় চুটিয়ে কাজ করেছেন বলিউডে। তাঁর নাচ, লাস্য, অভিনয় তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল। এরপর লম্বা বিরতি নেওয়ার পর ২০১৩-য় শিল্পা ছোট পর্দায় হিন্দি ধারাবাহিক ‘এক মুঠ্‌ঠি আসমান’-এ অভিনয় করেন। ‘কমলা বাই’ চরিত্রে যথারীতি তিনি ফের আলাদা করে সকলের নজর কাড়েন। ‘বিগ বস্‌ ১৮’-এর চূড়ান্ত পর্বের হাতেগোনা কয়েক দিন আগে হঠাৎ বাদ পড়েন শিল্পা শিরোদকর। সেই নিয়ে তোলপাড় শুরু হয়েছিল সমাজমাধ্যমে। ফের একবার শিরোনাম দখল করলেন অভিনেত্রী। তবে এবার কারণ আরও ভয়াবহ। কোভিড ১৯-এ আক্রান্ত শিল্পা। সমাজমাধ্যমে নিজেই এই কথা প্রকাশ্যে এনেছেন তিনি। অভিনেত্রীর শারীরিক অবস্থার খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।