জেলা

ফের শিলিগুড়ি পৌরভোটে লড়ছেন অশোক ভট্টাচার্য

সব জল্পনার অবসান ঘটিয়ে ফের শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অশোক ভট্টাচার্য । মঙ্গলবার দার্জিলিং জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় । সেই তালিকায় নাম রয়েছে অশোক ভট্টাচার্যের ৷ আরও একবার তিনি শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে লড়াই করতে নামছেন ৷ এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার, প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক-সহ অন্যান্যরা । সেখানে জানানো হয়, শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে অশোক ভট্টাচার্যকে মুখ করে ফের একবার পৌরনিগম দখল করার টার্গেট নিয়েছে বাম এবং কংগ্রেস  । এর পাশাপাশি অশোক ভট্টাচার্যের নেতৃত্বেই শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে লড়তে চায় বলে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে ছিল কংগ্রেস শিবির । তাই অশোক ভট্টাচার্যকে ফের একবার পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ড থেকে সিপিএম প্রার্থী করল বামফ্রন্ট ।প্রার্থী ঘোষণার পর অশোক ভট্টাচার্য বলেন, “ব্যক্তি সিদ্ধান্ত থেকে দলের সিদ্ধান্ত অনেক উপরে । দলের জন্য চিন্তা করতে গেলে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় । জোট সঙ্গী এবং শরিক দল চেয়েছে আমায় প্রার্থী করতে । সেজন্য আমি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছি ।” যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, একদিকে যেরকম রাজ্যের শাসকদল প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে মুখ করে লড়াইয়ের উদ্যোগ নিয়েছে, অন্যদিকে বিজেপিও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে সামনে রেখেই শিলিগুড়ি পৌরনিগম দখলে টার্গেট নিয়েছে । এই অবস্থায় ওই দুই প্রার্থীর বিরুদ্ধে হেভিওয়েট কোনও প্রার্থী না দিলে পৌরনিগম দখল হাতছাড়া হয়ে যেতে পারে বলে মনে করছে বাম এবং কংগ্রেস শিবির । সেই কারণেই ফের একবার অশোক ভট্টাচার্যকেই প্রার্থীর হওয়ার জন্য রাজি করানো হয়েছে ।