আগামীকাল থেকে টালিগঞ্জে শুরু হবে শুটিং । টলিপাড়ার শ্যুটিং শুরু নিয়ে অবশেষে জট কাটল। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস গিল্ড, ফেডারেশন ও চ্যানেল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আজ একটি বৈঠক হয় । সেখানেই আগামীকাল থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় । তিনি জানান, এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এসওপি-তে অভিনেতা এবং অভিনেত্রীদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা থাকবে। দু’জনের বেশি কেউ মেকআপ রুমে থাকবে না। যাঁরা মেকআপ করবেন, তাঁরা পর্যাপ্ত সুরক্ষা নেবেন। পুরোপুরি পিপিই না পরলেও, কিছু বিশেষ সুরক্ষা নেওয়া হবে।