আগামী ৩০ জুলাই, শুক্রবারই বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠক। এবার মুকুল রায় এই কমিটির চেয়ারম্যান। আর শুভেন্দু অধিকারী কমিটির সদস্য। ওই দিন মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে পিএসি-র চেয়ারম্যান মুকুল রায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু আদৌ কি দু’জনে একসঙ্গে বৈঠকে বসবেন? জোর জল্পনা বিধানসভার অন্দরে। ওইদিন আবার বৈঠকের পর মুকুল রায়ের দলবদল ও সদস্যপদ খারিজ নিয়ে অধ্যক্ষের ঘরে শুনানি হবে। ফলে সেদিকেও নজর থাকছে রাজনৈতিক মহলের। একুশের ভোটে বিজেপি (BJP) প্রার্থী হয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে লড়াই ও জয়ের পর মুকুল রায় দলবদল করে আবার তৃণমূলে যোগ দিয়েছেন। এরপর তাঁকে প্রথা ভেঙেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেছেন বিধানসভার স্পিকার। সাধারণত এই পদে থাকেন বিরোধী বিধায়ক। কিন্তু এবারই ঐতিহ্যের বাইরে গিয়ে তৃণমূল শিবিরের কাউকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান করা হয়েছে। তাই বিষয়টি নিয়ে শাসক-বিরোধী দ্বন্দ্ব চরমে ওঠে। মুকুলের সদস্যপদ খারিজের দাবিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেয় গেরুয়া শিবির। প্রতিবাদে বিধানসভার আটটি হাউস ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান বিজেপির বিধায়করা। তবে কমিটির সদস্য থাকবেন বলে সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। পরবর্তীতে শাসকদলের বিধায়করাই এই আট কমিটির চেয়ারম্যান হন।