জেলা

মামলার শুনানি শুরু হতেই চাপে শুভেন্দু! কলকাতা হাইকোর্ট থেকে নন্দীগ্রাম মামলা রাজ্যের বাইরে সরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা

নন্দীগ্রাম ভোট পুনর্গণনা মামলার শুনানি শুরু হতেই চাপে শুভেন্দু অধিকারী । আজই কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের বেঞ্চের নির্দেশ দেওয়া হয়েছে নন্দীগ্রামের ভোটে ব্যবহৃত সমস্ত ইভিএম ও পোস্টাল ব্যালট পেপার সংরক্ষণ করতে হবে। আর তাতেই বেজায় চাপে বিজেপি নেতা শুভেন্দু। তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘কলকাতা হাইকোর্টকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট বাদে দেশের যেকোনও হাইকোর্টে এই মামলার শুনানি হোক।’ এই মর্মে আর্জি জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। এখন এটাই দেখার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হওয়ার পরও দেশের সর্বোচ্চ আদালত শুভেন্দুর আবেদন গ্রহণ করে কিনা।