দেশ

সিকিমে মৃত বেড়ে ৫৬, এখনও নিখোঁজ শতাধিক, আটকে প্রায় ৩০০০ পর্যটক

সিকিমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। যার মধ্যে ২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে সিকিমে। অন্যদিকে বাংলায় তিস্তা নদীর চড় থেকে আরও ৩০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।রাজ্য সরকার জানিয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় তিস্তার চড় থেকে এই মৃতদেহ উদ্ধার করেছে।সিকিম সরকার জানিয়েছে, মাঙ্গান থেকে ৪টি, গ্যাংটক থেকে ৬টি, পাকিয়ং থেকে ১৬টি মৃতদেহ উদ্ধার করেছে। তার মধ্যে ৭টি সেনার মৃতদেহ।এখনও পর্যন্ত ১৪২ জন নিখোঁজ রয়েছেন। ২৫ হাজারের বেশি মানুষ এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২২টি অস্থায়ী শিবিরে ঠাঁই নিয়েছেন প্রায় ৭ হাজার মানুষ। মেঘভাঙা বৃষ্টিতে জলে তলিয়ে গেছে অন্ততপক্ষে ১২০০টি বাড়ি, ১৩টি ব্রিজ, বহু রাস্তা। উত্তর সিকিমে এখনও আটকে ৩০০০ পর্যটক।