এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাতেই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কাঁথির বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী। ঠিক মাস তিনেক আগে, ১৯ ডিসেম্বর এই অমিত শাহর থেকে পতাকা নিয়েই দলবদল করেছিলেন ছেলে শুভেন্দু অধিকারী। বঙ্গে ভোটগ্রহণ পর্বের ঠিক আগেই বাবাও হাঁটলেন একই পথে। তৃণমূলের ‘বঞ্চনা’ থেকে মুক্তি পেতে তিনি নাম লেখালেন গেরুয়া শিবিরে।দীর্ঘদিনের রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব তৈরির পথটা দেখিয়েছিলেন ছেলে। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী গত নভেম্বরেই মন্ত্রিত্ব, দলের বিধায়ক পদ-সহ যাবতীয় দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। আর ১৯ ডিসেম্বর তৃণমূলের সঙ্গে শেষ সম্পর্কটুকুও ত্যাগ করে চলে যান পদ্মশিবিরে। ধাপে ধাপে ঠিক এই একই পথে হেঁটেছেন তাঁর বাবাও। প্রথমে ছেলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। এবার তিনি যোগ দিলেন। বিজেপিতে যোগদান প্রসঙ্গে প্রবীণ সাংসদ বলেন, “এটা আমার আত্মসম্মানের লড়াই। চিরকাল লড়াই করেছি, আগামী দিনেও লড়ব। এটা মেদিনীপুরের সম্মান রক্ষার লড়াই।” তাঁর বিশ্বাস নন্দীগ্রামে তাঁর ছেলে শুভেন্দুই জিতবে। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “পূর্ব মেদিনীপুরে সাফ হয়ে যাবে তৃণমূল।” শিশিরের কথায়, “এই জেলার রাজনীতিতে সর্বত্রই আপনাদের সঙ্গে ছিলাম, এখনও আছি ৷ অনেক যুক্তি, তর্ক, বিতণ্ডা হয়েছে ৷ অত্যন্ত বেদনার সঙ্গে বলছি, ব্যথিত হৃদয়ে বলছি, আমাকে যে ভাবে তাড়ানো হয়েছে, যে ভাবে আমাদের পরিবারকে নিগৃহীত করার চেষ্টা করা হয়েছে, তা ইতিহাসে লেখা থাকবে ৷”