জেলা

শীতলকুচির কাণ্ডে সিআইডির কাছে ই-মেইলে সময় চাইল ৬ কেন্দ্রীয় জওয়ান

কোচবিহারের শীতলকুচির গুলি চালনার ঘটনা এবার কেন্দ্রীয় বাহিনীর ই-মেইল সিআইডিকে। কেন্দ্রীয় বাহিনী সাত দিনের সময় চাইল সিআইডির কাছে। আর সেকারণেই সিআইডি দ্বিতীয় বার ওই ছয় কেন্দ্রীয় বাহিনীর সদ্যস্যকে ৯১ সিআরপিসি-তে নথি ডকুমেন্টস নিয়ে ফের তলব করল। সিআইডি সুত্রে খবর, আগামী ৯ অগাস্ট দুই কেন্দ্রীয় বাহিনীর অফিসার ও ১০ অগাস্ট চার কনস্টেবলকে ৯১ সিআরপিসি-তে ডকুমেন্টস নথি নিয়ে দ্বিতীয়বার ভবানী ভবনে তলব করা হয়েছে। শীতলকুচিকাণ্ডে এর আগে দুই অফিসার ও চার কনস্টেবল সহ মোট ছয় জন কেন্দ্রীয় বাহিনীর সদ্যসকে ৯১সিআরপিসি-তে নথি ডকুমেন্টস নিয়ে ভবানীভবনে তলব করা হয়েছিল সোম ও মঙ্গলবার ( ২রা ও ৩রা অগাস্ট)। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কেউ আসেননি। সিআইডি সূত্রে খবর, সিআইডিকে কেন্দ্রীয় বাহিনীর তরফে জানানো হয়েছে ই-মেইল করে । সেইসঙ্গে ডকুমেন্টস জোগাড় করার জন্য সাত দিনের সময় চাওয়া হয়েছে। তাই সিআইডি তরফে ফের দ্বিতীয় নোটিস ৯১ সিআরপিসি-তে ওই ছয় কেন্দ্রীয় বাহিনীর সদ্যস্যকে নথি ও ডকুমেন্টস নিয়ে তলব করা হয়েছে।