জেলা

বীরভূমে মিড ডে মিলের ডালে আস্ত সাপ, অসুস্থ একাধিক পড়ুয়া

বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ঢেকা অঞ্চলের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডালে দেখা গেল সাপ। বেশ কিছু পড়ুয়া খাওয়ার পর ডালের বালতিতে সাপ নজরে আসতেই হইচই পরে যায়। খাবার খেয়ে বেশ কয়েকজন কিছু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাঁদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পড়ুয়াদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ে ৫৩ জন ছাত্রছাত্রী। সোমবার দুপুরে ২০ জন মতো পড়ুয়া মিড ডে মিলের খাবার খেয়েছিল বলে জানা গিয়েছে। মিড ডে মিল পরিবেশন করছিলেন সহায়িকারা। বালতির ডাল শেষ হতেই মৃত সাপ নজরে আসে। এ দিন ঘটনায় অসুস্থ ছাত্র-ছাত্রীদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখা করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। এই ঘটনায় প্রধান শিক্ষককে শো-কজ করা হয়েছে।