রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন চলছে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। এদিন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া ৪৯ নং বুথ এলাকায় তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। সোহমের গাড়িও ভাঙচুর করা হয়। সঙ্গে শেখ আজিমুল হোসেনের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। এদিন সকালেই চন্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। মহম্মদবাজারের কাছে বুথ পরিদর্শন করতে গিয়েছিলেন সোহম। তখনই তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’স্লোগান দেন স্থানীয় কিছু মানুষ। তাঁরা বিজেপির লোক বলে অভিযোগ করেন সোহম চক্রবর্তী। তিনি বলেন, ‘বুথে ঢোকার সময় যে দলটি আমায় দেখে জয় শ্রীরাম আওয়াজ তুলেছিল তারাই আমায় ধাক্কা দেয়।’ ঘটনার ছবি তুলতে গেলে ক্যামেরাও কেড়ে নেওয়ার চেষ্টা হয়। সাংবাদিকদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁদেরও মারধর করা হয়।’ ঘটনাস্থলে CRPF রয়েছে অথচ তাদের কোনও ভূমিকাই নেই বলে অভিযোগ তুলেছেন তিনি।