যান্ত্রিক গোলোযোগের কারণে বিপত্তি ৷ পিছিয়ে গেল নাসার উদ্যোগে আয়োজিত স্পসএক্সের ক্রু -১০ মিশন ৷ ফলে আর্ন্তজাতিক স্পেস স্টেশন অর্থাৎ ISS থেকে এখনই ফিরছেন না নাসার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরে ৷ নাসার তরফে জানানো হয়েছে, দ্রুত যান্ত্রিক সমস্যার সমাধান করে বৃহস্পতিবারের মধ্য আবার গগণযান উৎক্ষেপণ করা হতে পারে সুনীতাদের ফিরিয়ে আনতে ৷ মার্কিন মুলুকে ক্ষমতায় আসার পরেই ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন সুনীতাদের দ্রুত পৃথিবীতে ফিরিয়ে আনার ৷ ঘনিষ্ঠ শিল্পপতি বন্ধু ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সকে নির্দেশ দিয়েছিলেন দ্রুত এই কাজ সম্পন্ন করতে ৷ জানানো হয়েছিল, ১২ মার্চ সুনীতাদের আনতে মহাকাশে পাড়ি দেবে ওই মহাকাশযান । তাতে থাকবেন জাপান ও রাশিয়ার আরও চার নভশ্চর। নাসার তরফে অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তরফে তাকুয়া ওনিশি এবং রাশিয়ার তরফে কিরিল পেসকভ ৷ নাসার বিজ্ঞানী অ্যান ম্যাক্লেন ক্রু ১০-এ চড়ে মহাকাশে যাবেন। তাঁদেরকে গবেষণার কাজ বুঝিয়ে দিয়ে একই মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন সুনীতা ও বুচ উইলমোর। প্রসঙ্গত, গত বছরের 2024 সালের 5 জুন মহাকাশে গিয়েছিলেন মার্কিন মহাকাশচারী সুনীতা এবং বুচ উইলমোর । আটদিনের সফর থাকলেও মহাকাশযানে যান্ত্রিক সমস্যা থাকায় সুনীতারা সেখানেই থেকে যান ৷ মহাকাশযান বোয়িং স্টারলাইনারের থ্রাস্টারের সমস্যার কারণে কোনওরকম ঝুঁকি না-নিয়ে সুনীতাদের রেখেই পৃথিবীতে ফিরে আসে ৷
সুনীতাদের ফেরাতে ক্রু-10 মিশন
নাসার মহাকাশচারী অ্যান ম্যাক্লেন ক্রু-10 মিশন-এ কমান্ডার হিসেবে নেতৃত্ব দেবেন ৷ নিকোল আয়ার্স মহাকাশযানে পাইলটের দায়িত্বে থাকবেন ৷ জাপানি মহাকাশ সংস্থা JAXA-এর তরফে তাকুয়া ওনিশি এবং রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমসের হয়ে প্রতিনিধিত্ব করবেন কিরিল পেসকভ। আয়ার্স এবং পেসকভের এটি প্রথম মহাকাশ যাত্রা ৷ অন্যদিকে অ্যান ম্যাক্লেন এবং ওনিশিদের এটি দ্বিতীয় মিশন ৷ ক্রু-10 মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর, দলটি ক্রু-9-এর মিশনের মাধ্যমে পৃথিবীতে ফেরার চেষ্টা করবেন ৷ ক্রু-10-এর স্পেস স্টেশনে পৌঁছনর চার দিন পর, সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, নাসার নিক হেগ এবং আলেকজান্ডার গরবুনভ, যারা ক্রু-9 মিশনে পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি শুরু করবেন । ফ্লোরিডার উপকূলের কাছে নির্ধারিত স্প্ল্যাশডাউন ফিরে আসবেন ৷