কলকাতা

মে মাসের মধ্যে ৬ থেকে ৮ দফায় ভোট চেয়ে হাইকোর্টে হলফনামা পেশ কমিশনের

রাজ্যে মে মাসের মধ্যে ১১২টি পুরসভার ভোট হবে ৬ থেকে ৮ দফায়। রাজ্যের পুরভোট সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টে হলফনামা পেশ করল কমিশন। এই হলফনামায় কমিশন জানিয়েছে, ‘মহামারীর হাত থেকে ভোটারদের রক্ষা করার জন্য ৬ থেকে ৮ দফায় ভোট করাতে চাইছে রাজ্য। মে মাসের মধ্যে বাকি পুরসভাগুলিতে ভোট করাতে উদ্যোগী রাজ্য।’ এরপরেই আদালত পালটা জানতে চায়, মে মাসের মধ্যে আট দফায় নির্বাচন করার কথা বলছে রাজ্য। সেক্ষেত্রে এপ্রিলে ভোট শেষ করার হলফনামা জমা দিয়ে মে মাসে কেন ভোট শেষ করতে চাইছে রাজ্য? প্রশ্ন করে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। উল্লেখ্য, কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারির পর ভোটে দেরি করা যাবে না বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কোনওভাবেই করোনার অজুহাতে পুরভোট পিছিয়ে দেওয়া যাবে না।