বিসি সংরক্ষণ তালিকায় স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করার অনুমতি চাইল রাজ্য সরকার ৷ কলকাতা হাইকোর্টের জারি করা অন্তর্বর্তী স্থগিতাদেশ খারিজের আবেদন করা হয়েছে ৷ আবেদনে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশে কলেজে ভর্তি এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এসএসসি’র নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে ৷ উল্লেখ্য, গত ১৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের তৈরি করা ওবিসি সংরক্ষণের নতুন তালিকার উপর ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ৷ তবে, আদালতের তরফে বলা হয়েছিল, ওবিসি সংরক্ষণের পুরনো আইন অনুযায়ী, নিয়োগ ও ভর্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাবে ৷ তবে, ওবিসি সংরক্ষণ তালিকায় স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদনে নিয়োগ ও ভর্তির বিষয়টিকেই তুলে ধরেছে রাজ্য সরকার ৷ উল্লেখ্য, রাজ্যের কলেজগুলিতে ভর্তির পোর্টালে ওবিসি সংরক্ষণের কথা উল্লেখ থাকায়, সেই নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে ৷ আগামিকাল অর্থাৎ, ২৬ জুন সেই মামলার শুনানি রয়েছে ৷ যদিও রাজ্যের উচ্চশিক্ষা দফতর ইতিমধ্যেই বিজ্ঞতি জারি করে জানিয়েছে, ওবিসি প্রার্থীদের আপাতত জেনারেল ক্যাটাগরি হিসাবেই বিবেচনা করা হবে ৷ অন্যদিকে, ২০১৬ সালের প্যানেলের ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশের পর রাজ্য সরকার ফের ৪০ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ৷ আগামী ১৪ জুলাই পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে ৷ কিন্তু, ওবিসি সংরক্ষণের বিষয়টি কী হবে, তা স্পষ্ট করে জানায়নি কমিশন ৷ উল্লেখ্য, ওবিসি শংসাপত্র বাতিল মামলায় আবেদনকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, রাজ্যের তরফে হাইকোর্টের রায় মেনে সমীক্ষা করা হয়নি। মামলাকারীর আইনজীবীর দাবি, ওবিসি সংক্রান্ত সমীক্ষা নিয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি রাজ্যের তরফে ৷ যদিও রাজ্য ও অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশনের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, হাইকোর্টের সমস্ত নির্দেশ মেনেই সমীক্ষা করা হয়েছে ৷


