কামদুনি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য।
ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার রাতে কামদুনিতে যান সিআইডি কর্তারা। কথা বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। এমনকি ঘটনার অন্যতম প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালের সঙ্গেও দেখা করেন আধিকারিকরা। কামদুনিতে গণধর্ষণ ও খুনের মামলায় শুক্রবার রায় দেয় হাইকোর্ট।