কলকাতা

প্রায় ২ লক্ষ উদ্বাস্তুকে নিঃশর্ত দলিল দেবে রাজ্য সরকার

অবশেষে স্বস্তির শ্বাস পড়তে চলেছে ২ লক্ষ উদ্বাস্তুর। যে জমিতে তাঁরা এতকাল বাস করছিলেন। সেই জমির ফ্রি হোল্ড ডিড বা নিঃশর্তে জমির দলিল হাতে পেতে চলেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নিঃশর্ত দলিল পাচ্ছেন উদ্বাস্তুরা। সূত্রের খবর, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২ লক্ষ উদ্বাস্তুর হাতে জমির দলিল তুলে দেবেন মুখ্যমন্ত্রী । এই ২ লক্ষ মানুষের মধ্যে কলকাতা, নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের উদ্বাস্তুরা। তবে দলিল পেতে গেলে মানতে হবে কিছু কড়া নির্দেশিকা। 

একনজরে দেখে নিন দলিল পেতে গেলে কী কী নির্দেশিকা মানতে হবে-

🔴 প্রকৃত উদ্বাস্তু কিনা সেই সব কাগজপত্র খতিয়ে দেখেই দলিল
🔴 যাঁদের কাগজ নেই, তাঁদের সেল্ফ ডিক্লেয়ারেশনের ভিত্তিতে দলিল
🔴 ১০ বছর জমি হস্তান্তর করা যাবে না
🔴 অসুখ, মেয়ের বিয়ে বা কোনও গুরুতর সমস্যায় পড়লেও ১০ বছরের আগেও জমি বিক্রি করা যাবে
🔴 সরকারের কাছে এব্যাপারে আবেদন করতে হবে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে সরকার