জেলা

ডানকুনিতে বাস থেকে ৫টি স্বয়ংক্রিয় অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিসের এসটিএফ

বাস থেকে ৫টি স্বয়ংক্রিয় অস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি। ঘটনাটি ডানকুনি এলাকার। আজ, শুক্রবার সকালে কার্বাইন, ৭ এমএম পিস্তল, কার্তুজ সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিসের এসটিএফ শাখা। ধৃত ওই ব্যক্তি বিহারের মুঙ্গেরের বাসিন্দা বলেই জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোররাতে এসটিএফ-এর আধিকারিকরা অভিযান চালায়। এরপরই ডানকুনিতে একটি বাস থেকে মুঙ্গেরের ওই  বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। চক্রে আর কারা আছে, জানতে ধৃতকে ম্যারাথন জেরা চলছে বলে জানিয়েছে  পুলিস।