কলকাতা

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় ইউক্রেনে ফেরত পড়ুয়ারা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলার পড়ুয়ারা রুশ ও ইউক্রন যুদ্ধের মধ্যে নিরাপদে বাংলার বুকে ফিরে আসতে পেরেছে। বুধবার সেই পড়ুয়াদের কথা শোনার জন্যই কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক থেকেই তিনি জানিয়ে দিলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের(Student Credit Card) সুবিধা নিতে পারবেন ইউক্রেনে ফেরত পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গে করতালিতে মুখরিত হয়ে ওঠে ক্ষুদিরাম জানিয়েছেন, চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১৩ লক্ষ ৭ হাজার ৭৬ জনের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭০৫ জনকে কার্ড প্রদানও করা হয়েছে। এবার ইউক্রেন ফেরত পড়ুয়ারাও এসে গেল এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায়।