দেশ

চিনি রপ্তানির ক্ষেত্রে ৩১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ালো কেন্দ্র

৩১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানো হল চিনি রপ্তানির ক্ষেত্রে। বুধবার ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে দেওয়া হয়েছে নোটিশ। রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে কাঁচা চিনি, সাদা চিনি, পরিশ্রুত চিনি, জৈবিক চিনি ইত্যাদি।যদিও ইউরোপীয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে চিনি রপ্তানিতে ছাড় থাকছে বলে জানা যাচ্ছে।প্রথামিকভাবে পয়লা জুন ২০২২ সাল থেকে অক্টোবর ৩১ তারিখের ২০২২ সাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হলেও তা পুনরায় ৩১ অক্টোবর ২০২৩ সাল পর্যন্ত বাড়ানো হয়। দেশীয় বাজারে চিনির দাম যাতে ঠিক থাকে সেই উদ্দেশ্যেই চিনির রপ্তানিতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।