আইসিডিএস কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পাথরপ্রতিমা ঢোলাহাট থানার দক্ষিণ দুর্গাপুর এলাকায় । স্বামী ও ছেলেকে নিয়ে তিনি দক্ষিণ দুর্গাপুর হালদারপাড়ায় থাকতেন বছর ঊনচল্লিশের ওই মহিলা। দক্ষিণ দুর্গাপুর 4 নম্বর ঘেরি দাশপাড়ার ৩০৩ নম্বর সেন্টারের শিক্ষিকা ছিলেন তিনি । তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক জানাজানি হতেই মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই আইসিডিএস কর্মী দীর্ঘদিন ধরেই এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন । কিছুদিন আগেই ওই কর্মীর সঙ্গে সেই ব্যক্তির ঘনিষ্ঠ অবস্থার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় এলাকায় । যার জেরে বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন ওই আইসিডিএস কর্মী ৷ শিক্ষিকার বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেননি এলাকার মানুষজন । তাঁর কাছে নিজেদের ছেলেমেয়েকে পড়তে পাঠাবেন না বলে সিদ্ধান্ত নেন স্থানীয় বাসিন্দারা । গতকাল এই বিষয়টি নিয়ে পাড়ার লোকেরা আলোচনায় বসেন । সালিশি সভায় নানা অপমানজনক মন্তব্য চুপচাপ হজম করে বাড়ি ফিরে আসেন ওই মহিলা। এর পরই গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান ওই আইসিডিএস কর্মী । সকালবেলা পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে গোবদিয়া নদীর মিলন সেতু সংলগ্ন জঙ্গল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে । ভিডিওটি ভাইরাল হতেই এক সপ্তাহ ধরে ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার ৷ যার জেরেই এই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে ।