দেশ

বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিমকোর্টের

তামিলাগা ভেত্তরি কাজহাগাম চিফ বিজয়ের সভায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪১ জনের। আহত হন শতাধিক মানুষ। তামিলনাড়ুর কারুরে ঘটা সেই মর্মান্তিক ঘটনায় এ বার সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত ২৭ সেপ্টেম্বর রবিবার তামিলনাড়ির কারুরে তামিলাগা ভেটরি কাজ়াগম (TVK)-এর একটি জনসভা ছিল। শুধু সুপারস্টার বিজয়কে দেখতেই ভিড় জমান প্রচুর মানুষ। দুপুর আড়াইটের বদলে বিজয় সেখানে পৌঁছন সন্ধে নাগাদ। ততক্ষণে প্রচুর ভিড় জমে যায় সেখানে। জানা গিয়েছে, মাত্র ১০ হাজার জনকে নিয়ে সভার অনুমতি পেয়েছিল TVK। কিন্তু সেখানে ৩০ হাজারেরও বেশি মানুষ জমায়েত হন। পরে হুড়োহুড়িতে পদপিষ্টের মতো ঘটনা ঘটে।