দেশ

মহারাষ্ট্রের রাজ্যপালের আস্থা ভোটের নির্দেশ সংবিধানবিরোধী: সুপ্রিমকোর্ট

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে উদ্ভব ঠাকরে ও একনাথ শিন্ডের মধ্যে লড়াই চলছে। একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকবেন বলে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত।  এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য যে ‘ফ্লোর টেস্ট’ ডেকেছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কেশিয়ারি, সেটা সংবিধানবিরোধী ছিল। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বলেছে, এই ক্ষেত্রে, রাজ্যপাল আইন অনুসারে কাজ করেননি। আদালত স্বেচ্ছায় জমা দেওয়া পদত্যাগ বাতিল করতে পারে না। রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘৩৪ জন বিধায়কের মধ্যে যারা রেজোলিউশনে স্বাক্ষর করেছিলেন তাদের মধ্যে কয়েকজন মন্ত্রীও ছিলেন এবং রাজ্যপাল সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে সদস্যরা রাজনৈতিক দল ছেড়ে যেতে চান… রাজ্যপালের কাছে কোনও উপাদান ছিল না যার ভিত্তিতে তিনি ক্ষমতাসীন সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে পারেন। কিছু সদস্যের অসন্তোষ ফ্লোর টেস্ট ডাকার জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।