দেশ

৫০ ঘণ্টার পথে ধরনা, সংসদের গেটে রাত জাগলেন ২৭ জন সাংসদ

৫০ ঘণ্টার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাসপেন্ড হওয়া ২৩ জন রাজ্যসভার সাংসদ এবং 4 জন লোকসভার সাংসদ ৷ চলতি বাদল অধিবেশনে তাঁদের সাসপেন্ড করা হয়েছে ৷ ৪ জন লোকসভা সাংসদ গোটা অধিবেশন থেকেই বাদ ৷ বাকিদের সময়সীমা এক সপ্তাহ ৷ এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেছেন, সাসপেন্ড হওয়া সাংসদরা যদি ক্ষমা চেয়ে নেন তাহলে তাঁদের অধিবেশনে ফিরিয়ে নেওয়া হতে পারে ৷ তবে সাংসদরা সাফ জানিয়েছেন তাঁরা ক্ষমা চাইবেন না ৷