জেলা

পঞ্চায়েত ভোটে পুলিশের পোশাকে সিভিক ভলান্টিয়াররা থাকবেন, দাবি শুভেন্দুর

আগামী 8 জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট ৷ গত বৃহস্পতিবার ভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ বিরোধীরা একের পর এক অভিযোগ করছে সরকারের বিরুদ্ধে ৷ এবার সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি স্বরাষ্ট্র দফতরের একটি সূত্র থেকে তিনি এই খবর পেয়েছেন ৷ ওই সূত্র থেকে তিনি জানতে পেরেছেন যে পুলিশের পোশাক পরিয়ে ভোটের কাজে ব্যবহার করা হবে সিভিক ভলান্টিয়ারদের ৷ এ দিন সকালে টুইট করে এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সেদিনই রাজ্যের নির্বাচন কমিশনার রাজীবা সিনহার কাছে ভোটে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার নিয়ে প্রশ্ন এসেছিল ৷ পরে বিরোধীরা অভিযোগও করে যে সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার করার পরিকল্পনা করছে রাজ্য সরকার ৷ এই বিষয়টি আদালতে দায়ের হওয়া মামলাতেও উত্থাপিত হয়েছে ৷ এবার স্বয়ং বিরোধী দলনেতা এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ৷ পুলিশের পোশাক পরিয়ে ওই সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার করা হবে বলে তো তিনি অভিযোগ করেইছেন ৷ একই সঙ্গে তাঁর দাবি এক জেলার সিভিক ভলান্টিয়ারদের অন্য জেলায় ব্যবহার করা হবে ৷ বিশেষ করে সংবেদনশীল জেলা যেমন জলপাইগুড়ি পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূম এই কৌশল নেওয়া হবে ৷ এক জেলার সিভিক ভলান্টিয়ার অন্য জেলায় গেলে তাঁদের চিহ্নিত করা যাবে না সেই কারণেই এই কৌশল নেওয়া হবে বলে তাঁর অভিযোগ ৷ একই সঙ্গে শুভেন্দুর দাবি ভোটের সময় বুথ পরিচালনার জন্য প্রয়োজনীয় পুলিশ মোতায়েনের ঘাটতি এই ভাবে পূরণ করতে রাজ্য সরকার । তাছাড়া সংবেদনশীল জেলাগুলিতে বিরোধীদের আটকানোর প্রয়োজনীয়তা তৃণমূলের কাছে খুবই জরুরি ৷ সেই কাজেই সিভিকদের ব্যবহার করা হবে ৷তবে এর বিরুদ্ধে তিনি প্রশাসনের বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়েছেন ৷ তাঁর দাবি ‘‘আমরা এবার আমাদের হোমওয়ার্ক খুব ভালোভাবে করেছি । আমাদের ডাটাবেসে সিভিক ভলান্টিয়ারদের বিবরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ৷ যেমন তাঁদের পরিচয় এবং কোথায় পোস্টিং করা হয়েছে তাঁদের । কোনও প্রতারণা বা প্রতারণার চেষ্টা করা হলে যথাযথভাবে তার মোকাবিলা করা হবে ।তিনি জানিয়েছেন এমন চেষ্টা হলে তাঁরা প্রমাণ সংগ্রহ করবেন ৷ আর পরে তা কলকাতা হাইকোর্টের কাছে জমা দেওয়া হবে ৷ সিভিক ভলান্টিয়ার নিয়ে আদালতের যে নির্দেশ রয়েছে তা উপেক্ষা করা হচ্ছে বলেও আদালতের কাছে অভিযোগ করা হবে ৷