জেলা

শনিবার নন্দীগ্রামে তৃণমূলের জনসভা, মাইক বাজিয়ে হেনস্থার আশঙ্কায় আদালতে শুভেন্দু

আগামী ৩ ডিসেম্বর শনিবার তৃণমূলের সভা ৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাড়ির ১০০ মিটারের মধ্যে এই জনসভার বিরুদ্ধে আদালতে গেলেন বিজেপি নেতা। বাড়ির সামনে মাইক বাজিয়ে তাঁকে হেনস্থা করা হতে পারে এমন আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করবেন অভিষেক। এতে হাজার হাজার লোকের জমায়েতের সম্ভাবনা রয়েছে ৷ এনিয়েই আপত্তি বিজেপি বিধায়ক শুভেন্দুর। তাঁর অভিযোগ, অধিকারীদের কাঁথির বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা তৃণমূলের। যা আসলে পরিবারকে হেনস্থা করার পরিকল্পনা। পুলিশ সুপার এবং ওসিকে বলে কোনও লাভ হয়নি বলেও অভিযোগ অধিকারীর। এনিয়ে এদিন বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়েরর অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্থার।৩ ডিসেম্বর তৃণমূলের সভা হওয়ার কথা রয়েছে ৷ আজ বেলা দুটোয় শুনানি হতে পারে বলে জানা গিয়েছে ৷