কলকাতা

দেশের নেত্রী হওয়ার বৃথা চেষ্টা করছেন মমতা, কটাক্ষ শুভেন্দুর

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বাংলার মুখ্যমন্ত্রী যখন বিরোধী ঐক্য শান দেওয়ার কাজ করছেন, ঠিক তখন কলকাতায় এর বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী এই রাজ্য থেকে নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি ভোট পাবেন । এই অবস্থায় রাজ্যের প্রশাসনিক প্রধান তথা বাংলার মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ ছুড়ে দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক । তিনি বলেন, ‘‘ওই বৈঠকের কোনও গুরুত্ব নেই বলেই, জগন্মোহন রেড্ডি, কে চন্দ্রশেখর রাও এবং নবীন পট্টনায়েকের মতো নেতারা বৈঠকে যাচ্ছেন না । কাজেই এই বৈঠক সফল হবে না ।’’ শুভেন্দু অধিকারী এদিন দাবি করেছেন, এবার রাষ্ট্রপতি নির্বাচনে এই রাজ্য থেকে এনডিএ প্রার্থী বেশি ভোট পাবেন । তিনি বলেন, ‘‘গতবার বিজেপির ৩ বিধায়ক থাকলেও এই রাজ্য থেকে রামনাথ কোবিন্দ ১৩ জনের ভোট পেয়েছিলেন । এবার বিজেপির বিধায়ক ৭০ জন । তার থেকেও বেশি জনের ভোট এনডিএ প্রার্থী পাবেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী । গতবার ২ সাংসদ রাজ্য থেকে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছিলেন, এবার অন্তত ১৮ জনের ভোট ঝুলিতে আসবে । সংখ্যাটা ১৮-র বেশিও হতে পারে ।’’