রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বাংলার মুখ্যমন্ত্রী যখন বিরোধী ঐক্য শান দেওয়ার কাজ করছেন, ঠিক তখন কলকাতায় এর বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী এই রাজ্য থেকে নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি ভোট পাবেন । এই অবস্থায় রাজ্যের প্রশাসনিক প্রধান তথা বাংলার মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ ছুড়ে দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক । তিনি বলেন, ‘‘ওই বৈঠকের কোনও গুরুত্ব নেই বলেই, জগন্মোহন রেড্ডি, কে চন্দ্রশেখর রাও এবং নবীন পট্টনায়েকের মতো নেতারা বৈঠকে যাচ্ছেন না । কাজেই এই বৈঠক সফল হবে না ।’’ শুভেন্দু অধিকারী এদিন দাবি করেছেন, এবার রাষ্ট্রপতি নির্বাচনে এই রাজ্য থেকে এনডিএ প্রার্থী বেশি ভোট পাবেন । তিনি বলেন, ‘‘গতবার বিজেপির ৩ বিধায়ক থাকলেও এই রাজ্য থেকে রামনাথ কোবিন্দ ১৩ জনের ভোট পেয়েছিলেন । এবার বিজেপির বিধায়ক ৭০ জন । তার থেকেও বেশি জনের ভোট এনডিএ প্রার্থী পাবেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী । গতবার ২ সাংসদ রাজ্য থেকে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছিলেন, এবার অন্তত ১৮ জনের ভোট ঝুলিতে আসবে । সংখ্যাটা ১৮-র বেশিও হতে পারে ।’’