দেশ

নাম ঘোষণা না হলেও কড়া নিরাপত্তায় রামলীলা ময়দানে শপথ দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর, থাকবেন প্রধানমন্ত্রী

নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না হলেও শপথ অনুষ্ঠান কোথায় হবে, তা জানিয়ে দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ সেই প্রস্তুতি তুঙ্গে ৷ এনিয়ে বুধবার দিল্লির ট্রাফিক পুলিশ নির্দেশিকাও জারি করে দিয়েছে ৷ আগামিকাল, 20 ফেব্রুয়ারি দুপুর 12টায় রামলীলা ময়দানে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ৷ এক সরকারি আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হবে সারা দিল্লি ৷ 25 হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে মধ্য, উত্তর এবং নয়াদিল্লির এলাকাগুলিতে ৷ তিনি বলেন, “25 হাজারেরও বেশি পুলিশকর্মী এবং 15 কোম্পানিরও বেশি আধাসামরিক বাহিনী কড়া প্রহরায় নিযুক্ত থাকবে ৷ শুধু রামলীলা ময়দানের চারদিকেই 5 হাজারের বেশি পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবে ৷ তাদের সঙ্গে থাকবে আধাসামরিক বাহিনীও ৷ আমরা 2 হাজার 500টিরও বেশি কৌশলী পয়েন্ট চিহ্নিত করেছি ৷ সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে ৷”