খেলা

লজ্জার হার, ভারতকে ১০ ইউকেটে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

ভারতীয় বোলারদের ব্যর্থতায় জলে গেল বিরাট কোহলি আর হার্দিক পাণ্ড্যর দুর্দান্ত ব্যাটিং। বৃহস্পতিবার অ্যাডিলেডে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করে টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে পৌঁছে দিলেন জস বাটলার-অ্যালেক্স হেলসরা। ১৬ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দুজনে। আগামী রবিবার বিশ্বসেরার শিরোপা লড়াইয়ের পাকিস্তানের মুখোমুখি হবে ব্রিটিশরা।  এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরুতে বিপদে পড়লেও বিরাট কোহলি আর রোহিত শর্মার ব্যাটিংয়ের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের নির্দয়ভাবে আক্রমণ করতে থাকেন ইংল্যান্ডের দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান জস বাটলার ও অ্যালেক্স হেলস।  ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামিদের নিয়ে ছেলেখেলা করেন হেলেস। কার্যত পাওয়ার প্লে’তেই ভারত ও ইংল্যান্ডের মধ্যে তফা‍ৎ গড়ে দেয়। ভারত প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছিল ৩৮ রান। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে পাওয়ার প্লে-তে তোলে ৬৩ রান। প্রথম  ১০ ওভারে বিনা উইকেটে ৯৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ১২ ওভারে ১২৩ রান। ১৩ ওভারে ১৪০ রান সংগ্রহ করে নিশ্চিত জয়ের দিকে নিয়ে যান বাটলার-হেলস। ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙার জন্য যাবতীয় রণকৌশল প্রয়োগ করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একটা উইকেট পেলেই হয়তো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হত। কিন্তু অধিনায়কের সব রণকৌশল ব্যর্থ করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত ২৪ বলে বাকি থাকতেই জয় তুলে নেন বাটলার-হেলেসরা। শেষ পর্যন্ত ৪৯ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন ইংল্যান্ড অধিনায়ক। আর তাঁর যোগ্য সঙ্গতকার হেলস ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন।