তামিলনাড়ুতে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে সোনিয়া গান্ধী
Posted onAuthorবঙ্গনিউজComments Off on তামিলনাড়ুতে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে সোনিয়া গান্ধী
শনিবার দুপুরে চেন্নাইতে গিয়ে সেখানকার একটি বেসরকারি হোটেলে তামিলনাড়ু কংগ্রেসের সিনিয়র নেতারা, সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।