দেশ

মুখ্যমন্ত্রী স্ট্যালিনের আইনি লড়াইয়ে যাওয়ার হুমকি পরেই বিদ্যু‍ৎমন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত রাজ্যপালের

ইডির হাতে ধৃত জেলবন্দি তামিলনাডুর বিদ্যু‍ৎ মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত নিয়ে পরতে পরতে নাটক। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যত দাদাগিরি দেখিয়ে ধৃত মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন রাজ্যপাল আর এন রবি। আর ওই সিদ্ধান্ত নিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ওই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই নাটকীয়ভাবে সুড়সুড় করে নিজের সিদ্ধান্ত স্থগিত রাখলেন রাজ্যপাল। অর্থা‍ৎ মন্ত্রিসভা থেকে বরখাস্ত হচ্ছেন না জেলবন্দি বিদ্যু‍ৎ মন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘বিষয়টি আদালতে গড়ালে মুখে চুনকালি পড়তে পারে এমন আশঙ্কায় নিজের সিদ্ধান্ত নিজেই স্থগিত রেখেছেন তামিলনাডুর সাংবিধানিক প্রধান।